পরিবারে সচ্ছলতা আনতে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আরেফিন খান (৩১)। সৌদি আরবে ভালোই কাটছিল আরেফিনের জীবন। কিছুটা সচ্ছলতাও ফিরে এসেছিল তাদের সংসারে। গত সেপ্টেম্বরে আরেফিনের দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই গত ২ জুন সৌদি আরবে খুন হন এই যুবক।
মৃত্যুর চার মাস পর আজ বুধবার সকালে আরেফিনের লাশ দেশে এসেছে। এরপর বুধবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে আরেফিনের লাশ তার নিজ গ্রামে দাফন করা হয়। আরেফিন উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের আলমগীর খানের ছেলে। আরেফিনের মৃত্যুর ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর তার ছোট ভাই আশিক খান বাদী হয়ে সরাইল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন শাহজাদাপুর গ্রামের ফখরুল ইসলাম ওরফে ফারুক (৪৮), তার বড় ভাই জিতু রহমান (৫৫), সাদেক মিয়া (২৮), তার মা জৈবন বেগম (৫২), সাদেকের বড় ভাই সুমন মিয়া (৩০), ছোট ভাই জাকির মিয়া (২৫), ইকবাল হোসেন (২৫) ও মিজান মিয়া (৪৮)।
আরেফিনের পরিবার জানিয়েছে, চার ভাইয়ের মধ্যে আরেফিন সবার বড়। পরিবারের সবার সুখের কথা ভেবেই আরেফিন চার বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। মধ্যস্থতা করেছিলেন ওই গ্রামের ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি এখনো সৌদি আরবেই আছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আরেফিনের কাছে ২৫ লাখ টাকা জমা ছিল। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য ফারুকসহ একটি দালাল চক্র আরেফিনের পিছু নেয়। চক্রটি আরেফিনকে ইতালি নিয়ে যাওয়ার আশা দেখায়। আরেফিনও ফাঁদে পা দেন। পরে আরেফিনের সহকর্মীদের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পেরেছেন, গত ২ জুন দেশটির সাফা এলাকার মরুভূমিতে নিয়ে ফারুক ও তার চক্রের লোকজন আরেফিনকে খুন করেন। মৃত্যুর তিন দিন পর আরেফিনের লাশ উদ্ধার করে হাসপাতালের হিমাগারে রাখে ওই দেশের পুলিশ।
এদিকে আজ বিকেলে আরেফিনের লাশ গ্রামে পৌঁছালে সেখানে নারী-পুরুষের ভিড় জমে যায়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছোট ভাই আশিক খান বলেন, ‘ভাইয়ের লাশ আনতে গিয়ে আমাদের আরও চার লাখ টাকা খরচ করতে হয়েছে। একটি দালাল চক্র এ টাকা আত্মসাৎ করেছে। পরে আমরা জানতে পেরেছি, আমার ভাইয়ের লাশ সরকারি খরচেই এসেছে।’
আরেফিনের মা বিউটি খানম বলেন, ‘আমাদের সব শেষ। এমন সর্বনাশ কে করল। ছোট ছেলেদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলের টাকাপয়সা লুটে নিয়ে কৌশলে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, মামলার আসামিদের মধ্যে চারজন সৌদিপ্রবাসী। মামলার তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গণহত্যা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী...
ভাগ্য ফেরাতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরছেন শ্যালক-দুলাভাই
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে শনিবার বাংলাদেশ সময় রাত...
গ্রিসে অবৈধ প্রবাসীদের পাসর্পোট দিচ্ছে বাংলাদেশ
গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের জন্য আবারও এমআরপি পাসপোর্টের আবেদনের সুযোগ দিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের...
জাতিসংঘের সামনে বিএনপির র্যালি
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ২১ মার্চ অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন শেষে...
ডব্লিউইএসটিতে শতভাগ স্কলারশিপ পাবেন নাসা অ্যাপ চ্যালেঞ্জজয়ী বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্রেটফলসে এক নৈশভোজের মাধ্যমে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জয়ী দুই চ্যাম্পিয়ন টিমকে উঞ্চ অভ্যর্থনা জানিয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব...
ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টারপোল...