ঢাকা বিমানবন্দর এলাকায় ১৫ বছর ধরে প্রবাসীদের কাছ থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে আসছে একটি চক্র। এ পর্যন্ত তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে তাদের মালামাল ও টাকা ছিনিয়ে নিয়েছে চক্রের সদস্যরা। চক্রটির মূলহোতা আমির হোসেন (৫২) ও তার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার রাজধানীর বিমানবন্দর ও কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অপর তিনজন হলো- লিটন মিয়া ওরফে মিল্টন (৪৮), জাকির হোসেন (৪০) ও আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ (৩৫)।
র্যাব জানিয়েছে, এই চক্রের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন। দলনেতা আমির হোসেনের বিরুদ্ধে অজ্ঞান ও মলম পার্টি সংক্রান্ত ১৫টিরও বেশি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অজ্ঞান পার্টি চক্রটির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে হাতে পাসপোর্ট ও লাগেজ নিয়ে নিজেরা প্রবাস ফেরত ছদ্মবেশ ধারণ করত। প্রবাসীরা বিমানবন্দর থেকে বের হলে তাদের পিছু নিত তারা। কুশল বিনিময় করে চক্রের অন্য সদস্যদের নিকটাত্মীয় বলে পরিচয় করিয়ে দেয়। একসঙ্গে বাসের টিকিট কেটে যাত্রা শুরু করত। পাশাপাশি সিটে বসে কৌশলে প্রবাসীকে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট খাইয়ে অচেতন করত। পরে প্রবাসীর পকেটে থাকা লাগেজের টোকেন নিয়ে পথে নেমে ওই টোকেন দেখিয়ে বাস থেকে লাগেজ নিয়ে চলে যেত তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির হোতা আমির হোসেন বিমানবন্দর এলাকায় ফাস্টফুডের দোকানে চাকরির আড়ালে অজ্ঞান পার্টির চক্র নিয়ন্ত্রণ করে। ১৫ বছর ধরে প্রবাসীদের কাছ থেকে তাদের টাকা-পয়সা ও মালামাল লুট করে আসছে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...