Read Time:2 Minute, 2 Second

বাফলার নতুন কার্যকরী কমিটির জিএ সভায় নবনিযুক্ত প্রেসিডেন্ট জিয়া ইসলাম ঘোষণা দিয়েছেন- ২০২৩ সালের প্যারেড আগামী ১৮ ও ১৯ মার্চ (রমজানের পূর্বে) আয়োজন করা হবে।

১১ সেপ্টেম্বর ২০২২ (রবিবার) সন্ধ্যা ৭টায় বাফলার কার্যালয়ে নতুন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে ছিল প্রেসিডেন্টের স্টেট অব দ্যা ফেডারেশন। তিনি বাফলার কার্যক্রম তুলে ধরে আগামী ২ বছরের এজেন্ডা পেশ করেন।

সভায় প্রাক্তন প্রেসিডেন্ট মেজর (অব.) এনামুল হামিদও উপস্থিতি ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট পরাজিত প্রেসিডেন্ট প্রদপ্রার্থীর প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। যা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে অন্যতম। এটিই বাফলার সৌহার্দ্যের প্রতীক।

সভায় উপস্থিত সকলেই বক্তব্য প্রদান করেন। সায়েদুুল হক সেন্টু বলেন, “নির্বাচনকে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন বিভেদ সৃষ্টি করে না, গণতন্ত্রকে শক্ত করে এবং সম্পর্ক সুদৃঢ় হয়। বিগত নির্বাচন তার প্রমাণ। জিএ মিটিং এ সকলের উপস্থিতি ও পারস্পারিক সৌহাদ্য পরিপূর্ণ ছিল। জিএ মিটিং এ ইলিয়াস শিকদারের প্রেরণামূলক বক্তব্য সকলকে অভিভূত করে।

জিএ মিটিং পরিচালনা করেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মাহাবুব রহমান শাহিন।

সভা শেষে আপ্যায়নের ব্যবস্থা ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদিতে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে: রাষ্ট্রদূত
Next post বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
Close