Read Time:2 Minute, 32 Second

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতা আসার জন্য ভারতে গিয়ে মোদি সরকারকে যে অনুরোধ করেছেন সেজন্য পররাষ্ট্রমন্ত্রীকে পুরস্কার দিয়ে ডেপুটি প্রাইম মিনিস্টার বানানো উচিত। আমি তার বিচার দাবি করি না। কারণ গত নির্বাচনে তিনিতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন নাই। তাই তিনি সত্যি কথাটা বলেছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, শেখ হাসিনা সরকারের পতন হলে পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া- উনার পাশে আর কেউ থাকবেন না। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ সংগঠন কর্তৃক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, ‘মায়ের ডাকের গুম হওয়া পরিবারের সদস্যদের সকল প্রকার আন্দোলনের সাথে আমি আছি এবং থাকবো। আপনরা আন্দোলন চালিয়ে যান জয় আপনাদের হবেই হবে। মায়ের ডাকের সদস্যদের কান্না আর চোখের পানিতে সরকার নিঃশেষ হয়ে যাবে।’

মায়ের ডাক-এর সংগঠক সানজিতা ইসলাম তুলির সভাপতিত্বে ও মনজুর হোসেন ইসার পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর, সাজেদুল ইসলাম সুমনের মেয়ে রায়েসা ইসলাম ও ইকবাল হোসেন বাতেনের স্ত্রী স্মৃতি আক্তারসহ আরও অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শোক দিবস পালিত
Next post জালালাবাদ এসোসিয়েশন’র গ্রেজুয়েশন এওয়ার্ড সেরিমনী
Close