Read Time:3 Minute, 16 Second

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সমিতির অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলীর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর যারা সিআইপি নির্বাচিত হয়, তারা দেশে কয়টা কারখানা করেছে, তাদের টাকা কোথায় যায়? দেশের এ দুর্যোগ সময়ে কাউকে তো এগিয়ে আসতে দেখলাম না। তাহলে কী তারা সিআইপি নির্বাচিত হওয়ার পর টাকা আবার বিদেশে ফিরিয়ে নিয়ে আসে? এমন প্রশ্ন রেখে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত কমিউনিটির অভিভাবক ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান তালুকদার, কার্গো অ্যাসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আজম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীরসহ আরও অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভারতকেও অস্বস্তিতে ফেলেছে: জিএম কাদের
Next post ‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার করা উচিত’
Close