জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সমিতির অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলীর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর যারা সিআইপি নির্বাচিত হয়, তারা দেশে কয়টা কারখানা করেছে, তাদের টাকা কোথায় যায়? দেশের এ দুর্যোগ সময়ে কাউকে তো এগিয়ে আসতে দেখলাম না। তাহলে কী তারা সিআইপি নির্বাচিত হওয়ার পর টাকা আবার বিদেশে ফিরিয়ে নিয়ে আসে? এমন প্রশ্ন রেখে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।
এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত কমিউনিটির অভিভাবক ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান তালুকদার, কার্গো অ্যাসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আজম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীরসহ আরও অনেকে।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...