সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় একটি ইউক্রেনীয় কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির বিষয়ে গ্রিসের এথেন্সের বাংলাদেশ দূতাবাস নজর রাখছে। তবে উড়োজাহাজটির বিষয়ে দূতাবাসকে এখনও কিছুই জানায়নি গ্রিস সরকার। এছাড়া উদ্ধার কাজের সুবিধার্থে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তাছাড়া দুর্ঘটনাস্থলটির দূরত্ব এথেন্স থেকে অনেক বেশি।
এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, সার্বিয়া থেকে কার্গোটির যাওয়ার কথা ছিল সৌদি আরবের রিয়াদে। সেখান থেকে এটি ভারতের আহমেদাবাদ হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এটি উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়ে উড়োজাহাজে থাকা আট ক্রুর সবাই মারা গেছেন বলে তথ্য পেয়েছি। যেখানে কার্গোটি বিধ্বস্ত হয়েছে (কাভালা শহর) সেখান থেকে এথেন্সের দূরত্ব অনেক বেশি।
আসুদ আহমেদ জানান, আমরা যে তথ্য পেয়েছি, উদ্ধার কাজের জন্য কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। শনিবার রাত থেকে বিস্তৃত এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো আপডেট আমাদের কাছে নেই। আমরা সার্বক্ষণিক আপডেট পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করছি। এটা আমরা ফলো করছি।
গ্রিস সরকারের পক্ষ থেকে কোনো তথ্য দূতাবাসকে জানানো হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, গ্রিস সরকার এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এখন তারা উদ্ধার কাজেই বেশি মনযোগ দিচ্ছে।
সার্বিয়া থেকে বাংলাদেশে আসার জন্য ইউক্রেনীয় কার্গো উড়োজাহাজটির বিষয়ে তথ্য থাকার কথা ইতালির বাংলাদেশ দূতাবাসের। কেননা সার্বিয়ার বিষয়ে দেখভালের দায়িত্ব রোমের বাংলাদেশ দূতাবাসের। যেহেতু কার্গোটি সার্বিয়া হয়ে গ্রিসে এসে বিধ্বস্ত হয়েছে, রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এথেন্স দূতাবাসে কোনো যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, ইতালি থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি। তবে আমরা ফলো করছি। যোগাযোগ রাখছি। আপডেট নেওয়ার চেষ্টা করছি।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল আনা হচ্ছিল। ওই চালানে কোনো অস্ত্র ছিল না এবং চালানটি বিমার আওতাভুক্ত।
ড্রোনে তোলা দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, গ্রিসের কাভালা শহরের প্রত্যন্ত একটি এলাকার মাঠে আছড়ে পড়েছে অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটি। গ্রিক কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটিতে মোট ৮ জন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ৮ ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।
সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সার্বিয়ার প্রতিরক্ষা কারখানায় তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। আর এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বলেছেন, বিমানের ক্রুরা সবাই মারা গেছেন।
গ্রিসের কর্তৃপক্ষ বিধ্বস্ত এই কার্গো উড়োজাহাজের ব্যাপারে বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারেনি। তবে উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনা তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং সামরিক বিশেষজ্ঞদের মোতায়েন করেছে দেশটি।
সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফ্যানোভিস বলেছেন, বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটিতে মর্টার শেল এবং প্রশিক্ষণ শেল ছিল। এটি নিস থেকে স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সার্বিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইআরটি বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট গ্রিসের এভিয়েশন কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চাওয়ার পরপরই রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...