ভারতের অরুণাচল প্রদেশে সোমবারের মধ্যে সমস্ত হোটেল, লজ, রেস্টুরেন্ট থেকে বিফ শব্দটি মুছে ফেলার নির্দেশ জারি করেছে রাজ্যটির এক মহকুমা আদালতের বিচারক।
গেল বুধবার (১৩ জুলাই) জারি করা ওই নির্দেশে বলা হয়েছে, আদালতের নির্দেশ অবমাননা করলে দুই হাজার রুপি জরিমানা ছাড়াও ওই হোটেল বা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যটির সংখ্যালঘু হিন্দুরা এমন সাইনবোর্ডে ক্ষুব্ধ হচ্ছিলেন বলে দাবি করা হয়েছে ওই আদেশে। যদিও রাজ্যটিতে গো মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু ডাডা তার আদেশে বলেন, হিন্দুদের কাছে গো মাংস নিষিদ্ধ। তারা এই এলাকায় সংখ্যালঘু। এদিকে আদিবাসী, খ্রিস্টানসহ অনেকেই গো মাংস খান। সেখানের সংখ্যালঘুদের একটি অংশ রেড মিট খান না। কিন্তু জায়গায় জায়গায় প্রকাশ্যে এবং সাইনবোর্ডে বিফ শব্দটি লেখা থাকায় হিন্দুরা আহত এবং ক্ষুব্ধ হচ্ছিলেন। এই বিষয়ে একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গো মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়নি।
তবে এমন সরকারি নির্দেশে ক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। ওই নির্দেশ প্রত্যাহারের দাবিও তুলেছেন তাঁরা।
রাজ্যটির প্রশাসকরা বলছেন, কাউকে গো মাংস খেতে বা বিক্রি করতে, কিনতে নিষেধ করা হয়নি। হোটেল এবং রেস্তোরাঁগুলি আগের মতো বিফ দিতে পারবে। কিন্তু ‘beef’-র এর মতন শব্দ প্রকাশ্যে লেখা থাকার কারণে কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগতে পারে। এটা বিভিন্ন গ্রুপের বা দলের মধ্যে শত্রুতা বাড়াতে পারে।
More Stories
বাংলাদেশের মতো অভ্যুত্থানের শঙ্কা ভারতেও
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ও তাদের মূল সংগঠন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মধ্যে সম্পর্ক...
‘র’ এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ : তীব্র প্রতিক্রিয়া ভারতের
যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর ওপর যে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে...
ভারতে মার্কিন গোয়েন্দাপ্রধান, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও
ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। রোববার (১৪ মার্চ) তিনি ভারতে পৌঁছান। আজই বিশেষ বৈঠকে...
ড. ইউনূস, আ.লীগ-জামায়াতকে নিয়ে যা বললেন নোবেলজয়ী অমর্ত্য সেন
বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনসূ, আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ...
‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লি ও এর আশপাশে বাস করা ‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আবারও হুমকি দিয়েছেন...
দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু
বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইডলাইন বৈঠকে বাংলাদেশের...