Read Time:2 Minute, 39 Second

ভারতের অরুণাচল প্রদেশে সোমবারের মধ্যে সমস্ত হোটেল, লজ, রেস্টুরেন্ট থেকে বিফ শব্দটি মুছে ফেলার নির্দেশ জারি করেছে রাজ্যটির এক মহকুমা আদালতের বিচারক।

গেল বুধবার (১৩ জুলাই) জারি করা ওই নির্দেশে বলা হয়েছে, আদালতের নির্দেশ অবমাননা করলে দুই হাজার রুপি জরিমানা ছাড়াও ওই হোটেল বা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যটির সংখ্যালঘু হিন্দুরা এমন সাইনবোর্ডে ক্ষুব্ধ হচ্ছিলেন বলে দাবি করা হয়েছে ওই আদেশে। যদিও রাজ্যটিতে গো মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু ডাডা তার আদেশে বলেন, হিন্দুদের কাছে গো মাংস নিষিদ্ধ। তারা এই এলাকায় সংখ্যালঘু। এদিকে আদিবাসী, খ্রিস্টানসহ অনেকেই গো মাংস খান। সেখানের সংখ্যালঘুদের একটি অংশ রেড মিট খান না। কিন্তু জায়গায় জায়গায় প্রকাশ্যে এবং সাইনবোর্ডে বিফ শব্দটি লেখা থাকায় হিন্দুরা আহত এবং ক্ষুব্ধ হচ্ছিলেন। এই বিষয়ে একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গো মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়নি।

তবে এমন সরকারি নির্দেশে ক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। ওই নির্দেশ প্রত্যাহারের দাবিও তুলেছেন তাঁরা।

রাজ্যটির প্রশাসকরা বলছেন, কাউকে গো মাংস খেতে বা বিক্রি করতে, কিনতে নিষেধ করা হয়নি। হোটেল এবং রেস্তোরাঁগুলি আগের মতো বিফ দিতে পারবে। কিন্তু ‘beef’-র এর মতন শব্দ প্রকাশ্যে লেখা থাকার কারণে কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগতে পারে। এটা বিভিন্ন গ্রুপের বা দলের মধ্যে শত্রুতা বাড়াতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ওমানে প্রবাসীদের জন্য ২০৭ পেশা নিষিদ্ধ
Next post খাশোগি হত্যা : কী আলোচনা হয়েছিল যুবরাজ সালমান ও বাইডেনের মধ্যে
Close