Read Time:2 Minute, 0 Second

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান সচিব পদমর্যাদায় (গ্রেড-১) রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা আটজন রাষ্ট্রদূত সচিব পদ মর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে আটজনকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

এ নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শামীম আহসান সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। পদোন্নতির জন্য বিবেচনা করায় তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের (সিনিয়র সেক্রেটারি) কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যেন দেশের সেবা করতে পারেন সেজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

বিসিএস পররাষ্ট্র বিষয়ক সুপরিয়র সিলেকশন বোর্ডের ১৮তম সভা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। ওই সভায় আটজনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়। গত ৭ জুলাই প্রধানমন্ত্রী তা অনুমোদন করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পদোন্নতি পেলেন মিশরে নিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম
Next post এস-৪০০ ক্রয়: যুক্তরাষ্ট্রের আইনে ভারতকে বিশেষ ছাড়
Close