Read Time:1 Minute, 10 Second

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এই খবর পাওয়া গেছে।

পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতায় ভর্তি করা হয়েছে শিনজো আবেকে।

রয়টার্স সূত্রে খবর, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি চলে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, প্রচার কর্মসূচী চলার সময় আচমকাই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তারপরেই দেখা যায়, শিনজো আবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন
Next post কিংবদন্তি সুরকার আলম খান আর নেই
Close