জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তিন কোটি ৭০ লাখ নাগরিককে অতিরিক্ত বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে জাপান সরকার। তারা জনগণকে দিনে তিন ঘণ্টা বাতি বন্ধ রাখতে এবং সঠিকভাবে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে।
তীব্র তাপদাহের মধ্যে জাপান সরকার জনগণকে অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করতে বলছে। টোকিও’তে এবারের বর্ষাকাল শেষ হওয়ার পর প্রথম তাপমাত্রা ছিল সহ্যের বাইরে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর (জিএমএ) থেকে বলা হয়, সোমবার ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। আগামী রোববার পর্যন্ত এটি ৩৪ সেন্টিগ্রেডের নিচে নামার আশা দেখা যাচ্ছে না।
এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, আমরা জনগণকে সন্ধ্যার শুরুতে বিদ্যুৎ খরচ কমাতে বলি যখন দেশের রিজার্ভ কমে যায়।
তিনি বলেন, সরকার জনগণকে অপ্রয়োজনীয় বাতি ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা বন্ধ রাখতে বলেছে। বিকেল ৩টা থেকে বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি এসির সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে বলা হচ্ছে, বিদ্যুতের ঘাটতি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাগ্যে আরও খারাপ কিছু বয়ে আনবে। বিদ্যুতের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ না করতে পারাও এর একটি কারণ।
মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়, রিজার্ভ ৩.৭ শতাংশের নিচে নেমে গেছে। ৩ শতাংশের নিচে নেমে গেলে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বলা হচ্ছে, দেশটিতে যদি তাপমাত্রা এবং চাহিদা বাড়তে থাকে তবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। গত রোববারে টোকিওর গুনমার ইসেসাকি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ সেন্টিগ্রেড, যা জাপানে এই জুন মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা।
তবে টোকিও’র বাসিন্দারা বলছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে।
রাজধানীর বাসিন্দা আসাকো নারুসে (৫৮) বলেছেন, প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ গরম হয়। কিন্তু এ বছরই প্রথম জুন মাসে এরকম তাপমাত্রা অনুভব করছি। সত্যিই তাপমাত্রা অতিরিক্ত।
More Stories
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...
কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া
কাশ্মীরকে ইসলামাবাদের ‘গলার শিরা’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির...
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...