Read Time:3 Minute, 9 Second

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তিন কোটি ৭০ লাখ নাগরিককে অতিরিক্ত বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে জাপান সরকার। তারা জনগণকে দিনে তিন ঘণ্টা বাতি বন্ধ রাখতে এবং সঠিকভাবে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে।

তীব্র তাপদাহের মধ্যে জাপান সরকার জনগণকে অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করতে বলছে। টোকিও’তে এবারের বর্ষাকাল শেষ হওয়ার পর প্রথম তাপমাত্রা ছিল সহ্যের বাইরে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জিএমএ) থেকে বলা হয়, সোমবার ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। আগামী রোববার পর্যন্ত এটি ৩৪ সেন্টিগ্রেডের নিচে নামার আশা দেখা যাচ্ছে না।

এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, আমরা জনগণকে সন্ধ্যার শুরুতে বিদ্যুৎ খরচ কমাতে বলি যখন দেশের রিজার্ভ কমে যায়।

তিনি বলেন, সরকার জনগণকে অপ্রয়োজনীয় বাতি ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা বন্ধ রাখতে বলেছে। বিকেল ৩টা থেকে বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি এসির সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে বলা হচ্ছে, বিদ্যুতের ঘাটতি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাগ্যে আরও খারাপ কিছু বয়ে আনবে। বিদ্যুতের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ না করতে পারাও এর একটি কারণ।

মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়, রিজার্ভ ৩.৭ শতাংশের নিচে নেমে গেছে। ৩ শতাংশের নিচে নেমে গেলে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বলা হচ্ছে, দেশটিতে যদি তাপমাত্রা এবং চাহিদা বাড়তে থাকে তবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। গত রোববারে টোকিওর গুনমার ইসেসাকি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ সেন্টিগ্রেড, যা জাপানে এই জুন মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা।

তবে টোকিও’র বাসিন্দারা বলছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে।

রাজধানীর বাসিন্দা আসাকো নারুসে (৫৮) বলেছেন, প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ গরম হয়। কিন্তু এ বছরই প্রথম জুন মাসে এরকম তাপমাত্রা অনুভব করছি। সত্যিই তাপমাত্রা অতিরিক্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পদ্মা সেতুর বর্ণিল উদ্বোধন, দুই প্রান্তে বাঁধভাঙা উচ্ছ্বাস
Next post বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
Close