Read Time:1 Minute, 51 Second

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে যারা পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তাদের তথ্য ওই জাদুঘরে রাখতে হবে।

ভাঙ্গায় যে জাদুঘর হবে সেখানে পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিস্তারিত তথ্য উপস্থাপনের দাবি জানান এই সংসদ সদস্য।

তিনি বলেন, নতুন কোনো রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করতে হবে।

শম্ভু বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে।

বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাইপ্রাসে যেভাবে দালালদের হাতে প্রতারিত হন বাংলাদেশিরা
Next post একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’
Close