Read Time:2 Minute, 3 Second

লস এঞ্জেলেসে খোলা হল ‘এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’র চ্যাপ্টার ১৮।

গত ২৭ মে ২০২২ অলিম্পিক পুলিশ স্টেশন মিলনায়তনে এএসএএএল (ASAAL) এর লস এঞ্জেলেস চ্যাপ্টার নির্মাণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জাতীয় সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহম্মদ করিম চৌধুরী বিস্তারিত আলোচনা করেন। সভার সভাপতিত্ব করেন ড. জুয়নুল আবেদিন এবং সঞ্চালনায় ছিলেন মুুজিব সিদ্দিকী।

এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর উদ্দেশ্য কমিউনিটি, কর্মী এবং অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন।

এ নিয়ে সংগঠনের জাতীয় সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, ‘ আমরা বেঁচে থাকার জন্য লড়াই করি এবং আমরা আমাদের কমিউনিটির বিজয়ের জন্য লড়াই করি।’

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, লস এঞ্জেলেসে এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এবং ১৮তম চ্যাপ্টার খোলা হবে। প্রাথমিকভাবে সদস্য সংগ্রহনের পর পরিচালনা কমিটি গঠন করা হবে। অনেকেই সভায় সদস্য পদের জন্য আবেদন পত্র জমাদেন।

যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন বলে জানান সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, সাউথ এশিয়ার ৯টি দেশের আমেরিকানদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠন। বর্তমানে ৮টি স্টেট এ সর্বমোট ১৭টি চ্যাপ্টার রয়েছে। লস এঞ্জেলেস নিয়ে ৯টি স্টেট এ ১৮টি চ্যাপ্টার হয়ে দাঁড়াবে এই সংগঠন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষদর্শীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু
Next post কানের স্বর্ণপাম সুইডেনের, সেরা অভিনেতা-অভিনেত্রী সং কাং-হো ও ইব্রাহিমি
Close