Read Time:1 Minute, 45 Second

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ঢুকে গত মঙ্গলবার রাইফেল দিয়ে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করেন ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।

স্কুলে হামলা করতে যাওয়ার আগে সে তার নিজের দাদিকেও গুলি করেছিলেন। হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ‘ডেইলি মেইল অনলাইনের’এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্কুলে হামলা চালানো বন্দুকধারী ওই তরুণের নাম সালভাদর রামোস বলে জানা গেছে। তার বয়স ১৮ বছর। তার জন্ম আমেরিকার উত্তর ডাকোটা স্টেটে। তবে তিনি টেক্সাসের উভালদে শহরেই থাকতেন। সে আগে এই স্কুলেরই ছাত্র ছিল বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।

এদিকে, রামোসের হাই স্কুলের এক বন্ধু জানিয়েছেন, রব এলিমেন্টারি নামের ওই স্কুলে পড়ার সময় রামোসকে তার পোশাক এবং পরিবারের আর্থিক অবস্থা নিয়ে উত্যক্ত করা হতো।

জানা গেছে, রামোস ওয়েন্ডিস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে সহকর্মীরা তাকে শান্ত প্রকৃতির তরুণ হিসেবেই জানত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ডলা‌র সংকট কাটা‌তে রেমিট্যান্সে প্রণোদনা ৫ শতাংশ করার প্রস্তাব
Next post রাশিয়ার নাগরিকত্ব পাওয়া সহজ করে পুতিনের ডিক্রি জারি
Close