Read Time:1 Minute, 53 Second

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন পেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর।

গত সপ্তাহে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সিনেটে বিল অনুমোদন পেলো।

জানা যায়, এক রিপাবলিকান সিনেটরের আপত্তিতে বিলটি পাসে দেরি হয়েছে। আর ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’ বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক
Next post আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা: মির্জা ফখরুল
Close