ডলারের দাম একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। বুধবার (১৮ মে) দিনের শেষ দিকে খোলাবাজারে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে। আর ব্যাংকগুলো ৯২ টাকা ৪৫ পয়সা থেকে ৯৮ টাকায় ডলার বিক্রি করেছে।
বুধবার (১৮ মে) মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় ব্যাংকপাড়া ও কার্ব মার্কেটে (খোলা বাজারে) আলাপকালে এমনটিই জানা গেছে।
ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সোনালী ব্যাংক ডলার বিক্রি করেছে ৯২ টাকা ৪৫ পয়সা থেকে ৯২ টাকা ৫০ পয়সা। অগ্রণী ব্যাংক ডলার ৯২ টাকা ৫০ পয়সায় এবং জনতা ব্যাংক ৯৪ টাকায় ডলার বিক্রি করেছে। তবে বেসরকারি ব্যাংকের ডলারের দাম আরেকটু বেশি ছিল।
এদিকে, মানি এক্সচেঞ্জগুলোর সঙ্গে আলাপকালে কর্মকর্তা জানিয়েছেন, দিনশেষে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে। তবে সকালে বিক্রি হয়েছে ৯৯ টাকা থেকে ১০০ টাকায়। কোন কোন মানি এক্সচেঞ্জ বুধবার সকালে প্রতি ডলার ১০১ টাকায় বিক্রি করেছে।
পুরানা পল্টনের ইস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জের কর্মকর্তা শওকত আলী রাইজিংবিডিকে বলেন, মঙ্গলবার ডলারের রেট ১০২ টাকার উপরে ছিল। বুধবার সকালে ডলারের রেট পড়ে গেছে। বুধবার সকালে ডলার বিক্রি হয়েছে ১০০ টাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমেছে। দিনের শেষ দিকে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে।
দিলকুশার নিউ প্রাইম মানি এক্সচেঞ্জের কর্মকর্তা মান্নু আহমেদ রাইজিংবিডিকে বলেন, মঙ্গলবার ডলারের সঙ্কট ছিল। তাতে রেট বেড়ে যায়। ওইদিন ডলার ১০২ টাকা ৩০ পয়সায় বিক্রি করেছি। তবে বুধবার সকালে তা কিছুটা কমেছে, বিকালে ডলারের রেট ছিল ৯৯ টাকা। সর্বশেষ ৯৮ টাকায় ডলার বিক্রি হয়েছে।
বনানী সুপার মার্কেটের ফেডারেল মানি এক্সচেঞ্জের কর্মকর্তা মামুন রাইজিংবিডিকে বলেন, বুধবার সকালে সর্বোচ্চ ১০১ টাকায় ডলার বিক্রি হয়েছে। কিন্তু দিন শেষে ডলারের রেট পড়ে গেছে। দিনের শেষ দিকে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৮ টাকায়।
কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ গত সোমবার ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা পুনঃনির্ধারণ করেছে। এর একদিনের মাথায় মঙ্গলবার খোলা বাজারে ডলারের দাম ১০২ টাকা অতিক্রম করেছে।
More Stories
বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো
বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো। পূর্বে লোগোতে থাকা পাল তোলা নৌকা নতুন লোগোতে বাদ পড়ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের...
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান...
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...