Read Time:2 Minute, 8 Second

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সোমবার এ সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার পর দেশটির ক্ষমতাসীন দলের এক এমপি আত্মহত্যা করেছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। সংকট সমাধানে এদিন পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ভেঙে দেয়া হয়েছে মন্ত্রিসভা। এরই মধ্যে সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ। খবর এনডিটিভির।

জানা যায়, সোমবার শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের অমরাকীর্থি আথুকোরালা নামে এক আইনপ্রণেতার লাশ উদ্ধার হয়েছে। রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন।

ওই এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তার গাড়ির পথরোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তাঁর লাশ পাওয়া যায়।

১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এ জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ। গত ৯ মে থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিরোধীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
Next post এরশাদের স্থলাভিষিক্ত হলেন বিদিশা
Close