Read Time:1 Minute, 55 Second

ইউরোপের দেশ রোমানিয়া গত তিন বছরে বাংলাদেশিদের জন্য মোট ৪ হাজার ৬২৯টি ভিসা ইস্যু করেছে। চলতি বছরের চার মাসে ১ হাজার ১৮০টি ভিসা ইস্যু করেছে দেশটি।

সোমবার (৯ মে) এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, দিল্লিস্থ রোমানিয়ান দূতাবাস ২০২০ সালে বাংলাদেশিদের জন্য ৫৮০টি ভিসা ইস্যু করে। গত বছর ভিসা ইস্যু করেছে ২ হাজার ৮৬৯টি। আর এ বছরের এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত ইস্যু করেছে ১ হাজার ১৮০টি ভিসা।

বৈধ কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকেও কিছু বাংলাদেশি রোমানিয়ায় যাচ্ছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকা থেকে ভিসা কার্যক্রম পরিচালনা করছে। গত মাসের মাঝামাঝি তারা ভিসা কার্যক্রম শুরু করেছে।

গত বছরের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য রোমানিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মোমেন।

উল্লেখ্য, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে দেশটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এরশাদের স্থলাভিষিক্ত হলেন বিদিশা
Next post আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুৎফুর রহমান
Close