বাঙালি অধ্যুষিত এলাকা বলে পরিচিত লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে শ্বাসরুদ্ধকর নির্বাচনে লুৎফুর রহমান তৃতীয় বারের মতো ঐতিহাসিক জয় পেয়েছেন।
এস্পায়ার পার্টির লুৎফুর রহমান লেবার পার্টির জন বিগসের চেয়ে ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন।
২০১০ সালে প্রথমবারের মত নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান। ২০১৪ সালে দ্বিতীয়বার নির্বাচিত হলেও ২০১৫ সালে আদালতের এক রায়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। রাজনীতিতে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য থাকার আদেশ দেয় আদালত। এরপর নির্বাচনে দাঁড়িয়ে সমগ্র ব্রিটেনের রাজনীতিতে আলোড়ন তুলে দিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মেয়র।
নির্বাচনে জয় পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেয়র লুৎফুর বলেন, ‘আগামীতে আমি কী করব, সেটার ভিত্তিতেই জনগণ আমাকে বিচার করবে।’
নির্বাচনে লুৎফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট এবং লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।
ফলাফল ঘোষণার পর মেয়র লুৎফুর রহমান নির্বাচন কেন্দ্রের বাইরে বেরিয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি শুধু একটি কমিউনিটির জন্য নয়, সবার জন্য কাজ করব। এই বিজয় জনগণের বিজয়।’
এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর ফলাফল মেনে নিয়ে বক্তব্য রাখেন সদ্য সাবেক মেয়র জন বিগস ও লিবডেম প্রার্থী রাবিনা খান। তারা নির্বাচিত মেয়রকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একত্রে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
