মানবপাচারের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ রয়েছে, ওই নারীর তার স্বামীর মাধ্যমে ড্যান্স বারে চাকরি দেওয়ার নামে ৪০ জন নারীকে অবৈধভাবে দুবাই পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ থেকে অনামিকা আক্তার কাকলী (২৩) নামের ওই নারীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানিয়েছে, গ্রেপ্তার নারীর স্বামী রফিকুল ইসলাম রানা (৩৪) বর্তমানে দুবাইয়ে বসবাস করছে। সে দীর্ঘদিন ধরে দেশ থেকে নারী পাচারের সাথে জড়িত। স্বামী ও স্ত্রীর এ চক্র গত দুই বছরে ৪০ জন নারীকে দুবাই পাঠিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তা বলেন, কাকলী দেশে থেকে বেকার যুবতীদের উচ্চ বেতনে ড্যান্স বারে চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখাত। এরপর তার স্বামী দুবাই হতে ভ্রমণ ভিসা ও টিকেটের ব্যবস্থা করে দেয়। এজন্য ভুক্তভোগীদের কোনো খরচ বহন করতে হয় না। বিদেশ যাওয়ার পর তার পারিশ্রমিক হতে খরচের টাকা তুলে নেওয়া হয়। ড্যান্স বারে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দুবাই যাওয়ার পর পাচারকৃত নারীদের বিভিন্ন হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করা হত। কেউ এতে আপত্তি জানালে শারিরীক ও মানসিক নির্যাতন করা হত।
অভিযোগকারী এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে এ চক্রকে আটক করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান,গত বছর নভেম্বরে ভুক্তভোগী যুবতী ভ্রমণ ভিসায় দুবাই যান। সেখানে যাওয়ার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলে তিনি দেশে ফিরে আসতে চান। তখন ওই চক্র তাকে দুবাইয়ে আটক রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করে।
গ্রেপ্তার কাকলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান বীণা রানী।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...