ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৬৩) গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে অফিসে যাওয়ার পথে মেট্রো ম্যানিলা টাফট অ্যাভিনিউতে তাকে গুলি করে হত্যা করা হয় বলে তার ভাই আবুল হোসেন জানান।
ম্যানিলা বুলেটিন এক খবরে জানিয়েছে, ওই ঘটনায় একজন ’ভাড়াটে খুনিকে’ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
৬০ বছর বয়সী আনোয়ার বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিন্স কর্পোরেশনের সভাপতি ছিলেন। মুন্সীগঞ্জের সন্তান আনোয়ার ছিলেন পাসায় সিটির টাফট এলাকায় ডিএমডি বুটিকের মালিক।
তার ভাই আবুল হোসেন বলেন, ‘ব্যবসা করার জন্যই ২৬ বছর আগে বাংলাদেশ থেকে ফিলিপিন্সে পাড়ি জমিয়েছিলেন আনোয়ার। বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিয়ে সেখানে বিক্রি করতেন তিনি।’
সিটি পুলিশের বরাতে ম্যানিলা বুলেটিন জানিয়েছে, আনোয়ারের মাথায় একটি গুলি লেগেছিল। অ্যাডভেনটিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার পাসায় সিটির ডন কার্লোস এলাকার বাসিন্দা সালিক দিতুয়ালকে আটক করে পুলিশ।
সিটি পুলিশের জানিয়েছে, আনোয়ারকে খুনের জন্য চুক্তিতে এক লাখ ফিলিপিনো পেসো নিয়েছেন স্থানীয় হকার দিতুয়াল। রাজভ নামে এক ব্যক্তি তাকে ভাড়া করেন। রাজভের বিস্তারিত পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে অনুসন্ধানের কথা জানিয়েছে পাসায় সিটি পুলিশ।
আবুল হোসেন বলেন, “আমার ভাই ওই এলাকা বাঙালিদের অভিভাবকের মত ছিলেন। যে কোনো বিপদে আপদে সবাই তার সাহায্য নিত।” ওই এলাকায় ‘চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে’ তাকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন আবুল হোসেন।
তিনি বলেন, “বড় অংকের চাঁদা আদায় হয় ওই এলাকায়। এ থেকে বাংলাদেশিদের রক্ষা করতে ভূমিকা রাখত আমার ভাই। চাঁদাবাজিতে বাধা হয়ে দাঁড়ানোর কারণে তাকে খুন করা হতে পারে।”
আবুল হোসেন বলেন, ফিলিপিন্সের পাসপোর্টধারী আনোয়ারের স্ত্রীও ফিলিপিন্সে থাকতেন। তবে এখন তিনি দেশে আছেন।
সোমবার ফিলিপিন্সে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার পরে আনোয়ারের মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তার ভাই।
More Stories
যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে চায়ের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।...
লস এঞ্জেলেসে এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন
প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরেফিন বাবলু: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত...
মালদ্বীপ প্রবাসী সিকান্দারকে বিমান টিকিট হস্তান্তর
গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী সিকান্দার শেখকে দেশে ফিরতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সোমবার (১৮ সেপ্টেম্বর) একটি এয়ার টিকিট...
সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা ইউনেস্কোর
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। চিরসবুজ এই বনের সম্পদ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধিশালী হওয়ায় ১৯৯৭ সালে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান...
কলম্বিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আতিকুর রহমান
কলোম্বিয়ার ক্রীড়া প্রতিমন্ত্রী ক্যামিলো লাগুয়ারানের আমন্ত্রণে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি ও ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আগামী ১৮ সেপ্টেম্বর...
শেখ হাসিনার প্রশংসায় কানাডা সিনেটের মানবাধিকার কমিটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ার সালমা আতাউল্লাজান। শনিবার (১৬...