Read Time:1 Minute, 31 Second

সংযুক্ত আরব আমিরাতের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (১ মে) আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। এর মানে দেশটিতে আগামীকাল সোমবার (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বিদ্যার চিত্র কৌশল ব্যবহার করে চাঁদ দেখা গেছে। তবে ধূলিময় আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল সাড়ে ৬ ডিগ্রি।

তবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে। সেই বৈঠক থেকে চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে নিউইয়র্কে শোক সভা
Next post মালয়েশিয়ায় চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার
Close