Read Time:2 Minute, 19 Second

ইমরান খান সরকারকে পতনের কথিত ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ষড়যন্ত্রের দাবিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।

সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

শাহবাজ বলেন, ষড়যন্ত্র প্রমাণিত হলে পদত্যাগ করে বাড়ি চলে যাব।

ইমরান খান যে কথিত চিঠিটি ৭ মার্চ পেয়েছেন বলে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে শরিফ বলেন, তার দল ৩ মার্চ অনাস্থা প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য বিরোধী দলগুলোর কাছে গেছে।

নতুন প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সংসদীয় নিরাপত্তা কমিটি চিঠিটির বিষয়ে একটি ইন-ক্যামেরা ব্রিফিংয়ের ব্যবস্থা করবে। ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মহাপরিচালক নাদিম আনজুম, পররাষ্ট্র সচিব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।

অনাস্থা ভোটের আগে ইমরান খান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বিরোধী দলগুলোর সহায়তায় তার সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে শাহবাজ শরিফ নির্বাচিত হন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শক্তিশালী বিরোধী দল পাচ্ছি না : প্রধানমন্ত্রী
Next post পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে এই শাহবাজ শরিফ
Close