Read Time:6 Minute, 11 Second

আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন বা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। এবারের ৪২তম বঙ্গ সম্মেলনের আসর বসছে বিনোদন নগরী লাস ভেগাসে। এ আয়োজনকে সামনে রেখে ৯ এপ্রিল শনিবার বিকেল ৩টায় লস এঞ্জেলেসে সাইন্টোলোজি মিলনায়তনে এক কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। লস এঞ্জেলেসে প্রেস ক্লাব আয়োজিত অনুস্ঠানে বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন কুমার আওন আসন্ন আয়োজনের নানা দিক নিয়ে মুল বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বঙ্গ সম্মেলনের আয়োজক কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি’র সভাপতি চিত্ত সাহা, এমিরিটাস চেয়ারপার্সন প্রবীর রায়, এক্সিবিশন চেয়ারপার্সন ধৃতি বাগচি, মেডিকেল সেমিনার এন্ড ফেসিলেটি চেয়ারপার্সন বিশিস্ট আবৃত্তিকার কল্লোল চট্টোপাধ্যায়, কমিউনিটি নেতা মোমিনুল হক বাচ্চু, বিশিস্ট সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কবি মুকতাদির চৌধুরী তরুন, সমাজ সেবক সামছুদ্দিন মানিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবু নাসের রাজিব, যুক্তরাষ্ট্র বঙ্গঁবন্ধু পরিষদ সাধারন সম্পাদক রানা হাসান মাহমুদ, ক্যালিফোর্নিয়া বঙ্গঁবন্ধু পরিষদ সভাপতি নজরুল আলম, জালালাবাদ সভাপতি আবুল হাসনাত রায়হান, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি সাঈদুল হক সেন্টু, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, শিল্পি আরজিন কামাল, আলাদিন স্বত্তাধিকারি সিরাজুল ইসলাম খোকন, প্রমুখ। বঙ্গ সম্মেলন ওয়েস্ট জোন সমন্বকারী ও প্রেস ক্লাব সাধারন সম্পাদক বিশিস্ট সাংবাদিক লস্কর আল মামুনের সঞ্চালনায় অনুস্ঠানে আরো উপস্হিত ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগ সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, অভিনেত্রী ও উপস্হাপিকা সাজিয়া হক মিমি, সাবেক জালালাবাদ সভাপতি আনোয়ার হোসেন রানা, সাইফুল আলম ফ্রেন্ডস বাবু, আনন্দ মেলা সভাপতি মোহাম্মদ আলী খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিদ্দিকুর রহমান, সাংবাদিক ফাহমিদা সুলতানা, সম্পা চৌধুরী, শিপ্রা রায়, রফিকুল ইসলাম, সামসুল আরেফিন বাবলু, সালমা দিশা, বিশ্বজিত চন্দ্র দাস, মোহাম্মদ হারুন অর রশিদ, আব্দুর রব সোহান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা।

উত্তর আমেরিকান বঙ্গ সন্মেলন বা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) সারাবিশ্বের বাঙালিদের সবচেয়ে বড় সম্মেলন।বাঙালির সর্ববৃহৎ মিলনমেলা। যেখানে সারা পৃথিবী থেকে হাজারো বাঙালী উপস্থিত হয়।এবারের উৎসবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে সম্মেলনে যোগ দিচ্ছে সরকারের আইসিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, স্বাস্থ্য, ফ্যাশন ও রিয়ালিটি শো, ফ্লিম ভেস্টিবল, ব্যবসা, বাণিজ্য থেকে শুরু করে কী নেই এই আয়োজনে! বাংলাদেশের নামী লেখক, কবি, বুদ্ধিজীবী ও শিল্পীরা থাকবেন সম্মেলনে। থাকছেন বাংলাদেশ পর্যায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা শাকিব খান।দর্শকদের সুরের নাগর দোলায় তুলবেন নগর বাউল জেমস। নিজেদের মেলে ধরবেন বাংলাদেশের প্রথম সারির আরো শিল্পীরা।পরিপূর্ন বিনোদনে ভেগাসের বিখ্যাত প্ল্যানেট হলিউড হোটেল সাঁজবে নতুন সাঁজে। জমকালো আয়োজনে ভারতের বিখ্যাত চিত্রতারকা, সঙ্গীতশিল্পী, নাট্যব্যক্তিত্বদের নিবেদনে উজ্জ্বল হয়ে উঠবে বঙ্গ সম্মেলনের মঞ্চ।

প্রতিবেশী নেভাদা’র লাস ভেগাসে দু’বছর পর এমন আয়োজনে নিজেকে সম্পৃক্ত ও বিস্তারিত জানতে অনুস্ঠানে অংশ নেন প্রবাসীর। এ ছাড়াও আরো তথ্য জানতে এবং তিন ব্যাপি সম্মেলনে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে https://nabc2022.org/ এনএবিসি সম্মেলন ভেরিফাইড ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেন আয়োজক নেতৃবৃন্দ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রধানমন্ত্রী পদে কোরেশি ও শাহবাজের মনোনয়নপত্র জমা
Next post প্রধানমন্ত্রী হয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেন শাহবাজ
Close