Read Time:1 Minute, 25 Second

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানিয়েছেন, নিহত ব্রোনক্সে তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে শিক্ষার্থী ব্রোনেক্সে মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সুপ্রিম কোর্টের রায়ে মনঃক্ষুণ্ন, কিন্তু বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি: ইমরান খান
Next post ইমরান খানের গ্রেপ্তার চাইলেন মরিয়ম নওয়াজ
Close