Read Time:5 Minute, 21 Second

চাঁদ দেখার মধ্যদিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান। এ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রমজানের চাঁদ দেখা যায়। এরপরই বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একে একে শুভেচ্ছা জানান বিশ্বনেতারা।

শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘এই পবিত্র রমজান মাসে সব নারী ও পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দনও জানান। শুক্রবার এক বার্তায় এরদোগান বলেন, ‘এই রমজানে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে আমরা প্রথম সেহরি খাওয়ার জন্য জেগে উঠব। আগামীকাল থেকে প্রথম রোজা রাখব।’

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার পরপরই মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানান আমিরাত প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদের প্রিয় এই দেশ ও পৃথিবীর সর্বত্র সমস্ত মানুষের ওপর অবিরাম রহমত ও দয়া বর্ষণ করছেন।’

রমজান উপলক্ষে নিজ দেশের নাগরিক ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা আল্লাহর রহমত যে করোনাভাইরাস মহামারির ভয়াবহতার পরই আমাদের মাঝে পবিত্র রমজান এসে উপস্থিত হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমাদের সফলতা দান করেছেন।’ এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ওমান, বাহরাইন, কুয়েতসহ আরব দেশগুলোর নেতারা।

শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ এপ্রিল) দেওয়া এক বিশেষ বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। বাইডেন বলেন, `ফার্স্টলেডি জিল ও আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা জানাই।’

শুভেচ্ছা বার্তায় বাইডেন আরও বলেন, `পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নেব। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’ বাইডেনের পাশাপাশি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসিও।

রমজানে মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। মুসলিমদের প্রতি সালাম দিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন।’

ট্রুডো আরও বলেন, ‘এটা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙবেন তারা।’

শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। শনিবার এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ইসলামের পবিত্রতম এই মাসে ব্রিটেন ও বিশ্বের মুসলিমদের প্রতি রমজানের শুভেচ্ছা। করোনা মুক্ত এটাই প্রথম রমজান।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার আহ্বান
Next post ৬ মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’
Close