মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং বাংলাদেশ-ফ্রান্স ও ইউনেস্কোর দ্বিপক্ষীয় সম্পর্কের পাঁচ দশক পূর্তি উপলক্ষ্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ৬৭ টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউনেস্কোর উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধি, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
প্যারিসের পাঁচ তারকা মানের হোটেল প্যাভিলিয়ন রয়্যালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রায় দুশতাধিক অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও তার সহধর্মিণী মাসুমা হক।
দূতাবাসের হেড অফ চ্যান্সেরি ওয়ালিদ বিন কাশেম এর উপস্থাপনায় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খন্দকার এম তালহা ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া ওশেনিয়া অঞ্চল এর পরিচালক বেরথ্র্যান্ড লর্থলারি।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ফ্রান্সের সাথে আমাদের রাজনৈতিক ও অথনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার শুরুতেই ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স সরকার সদ্য-স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ফ্রান্স বাংলাদেশকে অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমরা আশা করি উভয়দেশের মধ্যকার এ উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আমাদের ভবিষ্যতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেএে অপার সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সৌদিআরব, কুয়েত, ওমান, জার্মান, ইরান, অষ্ট্রেলিয়া, আজারবাইজান, ভিয়েতনাম, নেপাল, মিশর, তিউনেশয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশীয় ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় এবং বাংলাদেশ থেকে আগত শিরোনামহীন ব্যান্ডের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...