Read Time:1 Minute, 43 Second

ভারতে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার (১ এপ্রিল) বলেন, ‘মস্কো ও কিয়েভের মধ্যে ভারত মধ্যস্থতা করতে পারে।’ অনেক দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে নানা আলোচনা করলেও এখন পর্যন্ত একটিও আলোর মুখ দেখেনি।

রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে ভারতের মধ্যস্থতাকারী হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। যদি ভারত সেই ভূমিকা পালন করতে চায় যা সমস্যার সমাধান প্রদান করে… যদি ভারত আন্তর্জাতিক সমস্যাগুলোর প্রতি তার ন্যায্য এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গির অবস্থান নিয়ে থাকে, তবে দেশটি এই ধরনের প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।’

দুই দিনের সফরে গত বৃহস্পতিবার ভারতে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন।

মার্কিন চাপে ভারত-রাশিয়া সম্পর্কের ওপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘চাপ যে দুই দেশের সম্পর্কে প্রভাবিত করে না এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা (মার্কিন) অন্যদের তাদের রাজনীতি অনুসরণ করতে বাধ্য করছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আশা করব এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী
Next post পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার আহ্বান
Close