গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। দেশজুড়ে বিক্ষোভ থামাতে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শ্রীলঙ্কা সরকারের গতকাল শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে মুদ্রাস্ফীতি ১৮ দশমিক ৭ শতাংশে ঠেকেছে। ছয় বারের মতো মাসিক রেকর্ড ভেঙে এই পর্যায়ে দাঁড়িয়েছে। খাদ্যমূল্যও ৩০ দশমিক ১ শতাংশ বেড়েছে।
কারফিউ চলাকালে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এই সময়ে শ্রীলঙ্কার লোকজন ঘরের বাইরে বের হতে পারবেন না। দুই কোটি ২০ লাখ মানুষের দেশটি চরম বিদেশি মুদ্রা সংকটে পড়েছে। ফলে দেশটি নিত্যপণ্য আমদানি করতে পারছে না।
দ্বীপরাষ্ট্রজুড়ে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বাসসহ গণপরিবহণের মূল জ্বালানি ডিজেলের। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল নেই। সাধারণ মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে। শ্রীলঙ্কার দুই তৃতীয়াংশ বাস ব্যক্তি মালিকানাধীন। এসব বাসের মালিকেরা বলছেন, তারা তেল পাচ্ছেন না। আজকের পর থেকে গাড়ি চালানোই অসম্ভব হয়ে পড়বে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেন। নিরাপত্তা বাহিনীগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রতি সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির দক্ষিণাঞ্চলের গল্লে, মাতারা ও মোরাতুয়া শহরে বিক্ষোভ হয়েছে। এসব জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়, দেশে ‘আরব বসন্ত’ সৃষ্টি করতে চাইছে বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এক ভাই মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কা সরকারের প্রধানমন্ত্রী এবং ছোট ভাই বাসিল রোহানা রাজাপক্ষে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের এক ভাতিজাও মন্ত্রিপরিষদে রয়েছেন।
কোভিডকালীন পর্যটন ও প্রবাসী আয়ে ঘাটতির ফলে শ্রীলঙ্কায় সংকট শুরু হয়। তবে অর্থনীতিবিদদের অনেকে বলছেন, সরকারের অব্যবস্থাপনার ফলেই গভীর সংকটের সম্মুখীন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
