গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। দেশজুড়ে বিক্ষোভ থামাতে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শ্রীলঙ্কা সরকারের গতকাল শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে মুদ্রাস্ফীতি ১৮ দশমিক ৭ শতাংশে ঠেকেছে। ছয় বারের মতো মাসিক রেকর্ড ভেঙে এই পর্যায়ে দাঁড়িয়েছে। খাদ্যমূল্যও ৩০ দশমিক ১ শতাংশ বেড়েছে।
কারফিউ চলাকালে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এই সময়ে শ্রীলঙ্কার লোকজন ঘরের বাইরে বের হতে পারবেন না। দুই কোটি ২০ লাখ মানুষের দেশটি চরম বিদেশি মুদ্রা সংকটে পড়েছে। ফলে দেশটি নিত্যপণ্য আমদানি করতে পারছে না।
দ্বীপরাষ্ট্রজুড়ে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বাসসহ গণপরিবহণের মূল জ্বালানি ডিজেলের। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল নেই। সাধারণ মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে। শ্রীলঙ্কার দুই তৃতীয়াংশ বাস ব্যক্তি মালিকানাধীন। এসব বাসের মালিকেরা বলছেন, তারা তেল পাচ্ছেন না। আজকের পর থেকে গাড়ি চালানোই অসম্ভব হয়ে পড়বে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেন। নিরাপত্তা বাহিনীগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রতি সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির দক্ষিণাঞ্চলের গল্লে, মাতারা ও মোরাতুয়া শহরে বিক্ষোভ হয়েছে। এসব জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়, দেশে ‘আরব বসন্ত’ সৃষ্টি করতে চাইছে বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এক ভাই মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কা সরকারের প্রধানমন্ত্রী এবং ছোট ভাই বাসিল রোহানা রাজাপক্ষে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের এক ভাতিজাও মন্ত্রিপরিষদে রয়েছেন।
কোভিডকালীন পর্যটন ও প্রবাসী আয়ে ঘাটতির ফলে শ্রীলঙ্কায় সংকট শুরু হয়। তবে অর্থনীতিবিদদের অনেকে বলছেন, সরকারের অব্যবস্থাপনার ফলেই গভীর সংকটের সম্মুখীন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...