Read Time:3 Minute, 34 Second

বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান লিবিয়ায় ঘুরতে গিয়ে গত পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে তার সন্ধান পাওয়া গেছে। তিনি বর্তমানে লিবিয়ায় ত্রিপোলি পুলিশের হেফাজতে রয়েছেন।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এম কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বলে পরিবারের পক্ষ থেকে দেশ রূপান্তরকে বলা হয়।

তবে জাহিদুর রহমানের সঙ্গে নিখোঁজ বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলামের সন্ধান পাওয়ার কোনো তথ্য জানা যায়নি।

সাংবাদিক জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র বিশেষ প্রতিনিধি এবং সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (পিআর) হিসেবে কর্মরত আছেন।

ওই মেডিকেলের প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সোমবার রাতে জাহিদুরকে পাওয়া গেছে বলে তিনি পরিবারকে খবর দেন।

এর আগে সোমবার (২৮ মার্চ) সকালে জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান জানান, গত ২৩ মার্চ থেকে স্বামী জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অন্যতম পরিচালক জাহিদ।

জাহিদুরের স্ত্রী তাসনিমা রহমান বলেন, গত ৩ মার্চ লন্ডনের উদ্দেশ্য জাহিদুর সাভারের বাসা থেকে চলে যায়। এরপর সেখান থেকে সে লিবিয়া গিয়েছিলো বলে জানতে পেরেছি। ২৩ মার্চ ফোনে আমার সাথে তার শেষ কথা হয়েছে। এরপর থেকে মোবাইল বন্ধ পাচ্ছি। কোনো খবরই পাচ্ছি না। লন্ডনে যারা পরিচিত আছেন তারাও এখন আর কিছু জানাতে পারছেন না। তাকে অপহরণ করা হয়েছে এটুকু জানতে পেরেছি।

জানা গেছে, গত ৩ মার্চ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসায় লন্ডনে যান জাহিদ। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ লিবিয়ায় পৌঁছান তিনি।

সেখানে পৌঁছানোর পরদিন জাহিদুর ফেসবুক পোস্টে লেখেন, লন্ডন থেকে লিবিয়া। গৃহযুদ্ধ কবলিত দেশটিতে প্রবেশ ছিল রীতিমতো চ্যালেঞ্জের। লন্ডন যাওয়া আগেই তাই বিশেষ ব্যবস্থাপনায় ভিসা সংগ্রহ করেছিলাম ঢাকা থেকে। তা সত্ত্বেও ইমিগ্রেশন অতিক্রম শেষে পদে পদে ছিল ভয়-ভোগান্তি দুটোই। এর প্রধান কারণ নিরাপত্তাহীনতা। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এক কথায় ভয়াবহ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ব্যবসা ও রাজনীতি একে অন্যের পরিপূরক: রুশনারা আলী
Next post বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি দেখতে পাচ্ছি: ইইউ রাষ্ট্রদূত
Close