লস এঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদায় গত ২৬ মার্চ বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল অব লস এঞ্জেলেস পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচীর সূচনা করে। কন্স্যুলেট অফিসের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী কতৃক প্রেরিত বানী পাঠ করা হয়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
কন্সাল জেনারেল মিস সামিয়া আঞ্জুমান তার বক্তব্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধ নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ জানান।
অপরদিকে, লিটল বাংলাদেশ এলাকায় মুক্তি চত্বরে দুপুর ১২টায় কমিউনিটির মানুষ আনন্দ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনে প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা হয়।
এসময় মুক্তিযোদ্ধাদের অনেকেই অভিযোগ তোলেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্যেও সনদ পাননি। সরকারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানান হয়। সর্বিক আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটির একটিভিস্ট নেতা মমিনুল হক বাচ্চু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক রানা মাহমুদ।
উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। ৫১তম স্বাধীনতা দিবস উদযাপনে আরও ছিল বেলুল উড্ডয়ন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংস্কৃতি ব্যাক্তিত্ব কাজী মশহুরুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামি, লুকু চৌধুরী, আব্দুল মালেক, মোফাজ্জাল হোসেন মফিজ, কামরুল আহসান হেলু, আবেদ এবং লস এঞ্জেলেস কমিউনিটির জন প্রতিনিধিদের মধ্যে – তৌফিক ছোলেমান খান তুহিন, শমীম হোসেন, সিদ্দিকুর রহমান, অভিনেত্রী মোনালিসা, মাসুদ হাসান, শফি আহমেদ, জামাল হোসাইন, জামিউল বেলাল, রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ লস এঞ্জেলেসে অবস্হিত চার্চ অফ সাইন্টলোজী প্রাঙ্গনে বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
দুপুর ২টায় শুরু হয় উৎসবের মূল কার্যক্রম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফর্নিয়া স্টেট যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শম্পা চৌধুরী ও আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আসজাদি রশীদ সিমি। প্রথমে পবিত্র ধর্মগ্রন্হ কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক শামসুল আরিফীন বাবলু এবং ত্রিপিঠক পাঠ করেন দফতর সম্পাদক অসিতী বড়ুয়া। এরপরই সবাই মিলে গাওয়া হয় জাতীয় সংগীত। পরে সকল নিহত বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
এরপর শুরু হয় প্রথম পর্বে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, নৃত্য ও ছড়া প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অথিবৃন্দরাও কবিতা আবৃত্তি করেন। তারা গানে গানেও মূখরিত করে রাখেন অনুষ্ঠান। স্বাধীনতা মেলায় সব ধরনের দেশীয় খাবারের স্টল, জুয়েলারি, কপড় ও বুক স্টল ছিল।
সন্ধ্যার পর অথিতি শিল্পীদের গান শুরু হয়। বিশেষ করে সোনিয়া খুকু, গৌরব গল্প এবং স্বাধীনতা মেলার মূল আকর্ষণ বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী ফাহমিদা নবীর সুরেলা কন্ঠে একের পর গান চলতে থাকে রাত ১০টা পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন- ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, উপদেষ্টা ফিরোজ আলম, বাণিজ্য সম্পাদক পণির চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন টিপু সহ আরও অনেকে।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...