মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আয়োজন করল প্রীতি ফুটবল ম্যাচ। আজ শনিবার সিডনির স্কারবরো প্লেগ্রাউন্ড সেন্টারে এই ম্যাচে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে এ সময় সকলে সমস্বরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।
প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আয়োজন করেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সংগঠনের সদস্যদের পরিবারসহ সিডনিতে বসবাসরত অনেক বাঙালি এই ইভেন্টে অংশগ্রহণ করেন।
বিজয় দিবস উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ বাড়ৈ আজকের আয়োজন সম্পর্কে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা গর্বিত। সেসময় যেমন সকলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জন্য যুদ্ধ করেছিল তেমনি আজও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সকলে মিলে কাজ করা আবশ্যক।
সংগঠনের সভাপতি সমীর সরকার বিজয় দিবসের অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রশান্ত পাড়ের এই দেশে এসেও যে আমরা আমাদের মহান বিজয় দিবস পালন করতে পারছি —সেটা খুবই তাত্পর্যপূর্ণ। আমরা প্রত্যাশা করি, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র বিভিন্ন আয়োজনের মধ্য বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের বিভিন্ন আখ্যান ও বাঙালি সংস্কৃতির মূল ধারাকে উপস্থাপন করতে আমরা বদ্ধ পরিকর।
তাছাড়া সংগঠনের অন্যতম সদস্য ও আজকের ফুটবল ম্যাচের তত্ত্বাবধয়ক নিকেশ নাগ বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের আয়োজন করার মজাই আলাদা। তাই এই দিনটি স্মরণ করে আমরা একটি উৎসবের আমেজ তৈরি করার প্রয়াস করেছি।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
