বাংলাদেশে বিদেশি কোম্পানি দিন দিন ভালো করছে। এর ফলে কোরিয়ার নতুন কোম্পানি এ দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও ডিক্যাব সদস্যরা নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে বিনিয়োগে ৫ম স্থানে আছে। বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, ভালো বিষয় হল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে।
তিনি জানান, কাস্টমস ব্যবস্থপনায় কিছু সমস্যায় পড়তে হয়।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সংকট নিয়ে দূতাবাস বাংলাদেশের প্রভাব পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, ৩০০ কোরিয়া কোম্পানি বাংলাদেশে কাজ করছে। ৭২ কোম্পানি ইপিজেড গুলোতে কাজ করে। অধিকাংশ কোম্পানি রেডিমেন্ট গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। ভিন্ন সেক্টরে কোরিয়া কোম্পানি বিনিয়োগের জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে।
ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি বড় বাজার তৈরি হয়েছে। প্রতিবছর ৩ কোটি মোবাইল বিক্রি হয় এ দেশে। বর্তমানে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বাজার প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে।
এসময় ফেয়ার গ্রুপের পরিচালক মোস্তাসিন দালান, ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...