Read Time:2 Minute, 28 Second

বাংলাদেশে বিদেশি কোম্পানি দিন দিন ভালো করছে। এর ফলে কোরিয়ার নতুন কোম্পানি এ দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।

শনিবার (১৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও ডিক্যাব সদস্যরা নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে বিনিয়োগে ৫ম স্থানে আছে। বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, ভালো বিষয় হল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে।

তিনি জানান, কাস্টমস ব্যবস্থপনায় কিছু সমস্যায় পড়তে হয়।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সংকট নিয়ে দূতাবাস বাংলাদেশের প্রভাব পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, ৩০০ কোরিয়া কোম্পানি বাংলাদেশে কাজ করছে। ৭২ কোম্পানি ইপিজেড গুলোতে কাজ করে। অধিকাংশ কোম্পানি রেডিমেন্ট গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। ভিন্ন সেক্টরে কোরিয়া কোম্পানি বিনিয়োগের জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে।

ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি বড় বাজার তৈরি হয়েছে। প্রতিবছর ৩ কোটি মোবাইল বিক্রি হয় এ দেশে। বর্তমানে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বাজার প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে।

এসময় ফেয়ার গ্রুপের পরিচালক মোস্তাসিন দালান, ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি রাশিয়ার
Next post মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় সব আরোহীর মৃত্যু
Close