বাংলাদেশে বিদেশি কোম্পানি দিন দিন ভালো করছে। এর ফলে কোরিয়ার নতুন কোম্পানি এ দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও ডিক্যাব সদস্যরা নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে বিনিয়োগে ৫ম স্থানে আছে। বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, ভালো বিষয় হল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে।
তিনি জানান, কাস্টমস ব্যবস্থপনায় কিছু সমস্যায় পড়তে হয়।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সংকট নিয়ে দূতাবাস বাংলাদেশের প্রভাব পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, ৩০০ কোরিয়া কোম্পানি বাংলাদেশে কাজ করছে। ৭২ কোম্পানি ইপিজেড গুলোতে কাজ করে। অধিকাংশ কোম্পানি রেডিমেন্ট গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। ভিন্ন সেক্টরে কোরিয়া কোম্পানি বিনিয়োগের জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে।
ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি বড় বাজার তৈরি হয়েছে। প্রতিবছর ৩ কোটি মোবাইল বিক্রি হয় এ দেশে। বর্তমানে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বাজার প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে।
এসময় ফেয়ার গ্রুপের পরিচালক মোস্তাসিন দালান, ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...