Read Time:1 Minute, 38 Second

ইউক্রেনে আটকে পড়া ২৮ জন নাবিক দেশে ফিরছেন আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। আশা করা হচ্ছে, তারা বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

এর আগে রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে গত রবিবার আটকে পড়া ২৮ নাবিককে উদ্ধার করে তাদের রোমানিয়ার বোখারেস্টে একটি হোটেলে রাখা হয়। বর্তমানে তারা সেখানেই রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় আটকে পড়েন হাদিসুর রহমানসহ ২৮ নাবিক। জাহাজটিতে রাশিয়ার রকেট হামলায় হাদিসুর রহমান নিহত হন। এর ৫ দিন আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে আশঙ্কা করেছিলেন। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো। এদিকে সোমবার জাহাজটির পরিচালনাকারী বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জানায়, যুদ্ধাঞ্চল ঘোষণার আগেই জাহাজটি সেখানে যায় এবং রাশিয়ার রকেট হামলার মুখে পড়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে “ঐতিহাসিক ৭ই মার্চ” উদযাপন
Next post নারীর ক্ষমতায়নে শীর্ষে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
Close