ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যারা সহযোগিতার পথ না বেছে নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা বরং নিজেদেরই ক্ষতি করবে। এসবে (নিষেধাজ্ঞায়) আমরাই সুবিধা পাব।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
যারা নিষেধাজ্ঞা আরোপ করছে সেসব প্রতিবেশিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, ‘(প্রতিবেশিদের প্রতি) আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।
শনিবার মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্ততৃায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘এখানে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার তো কোনো কারণ দেখি না। তবে যদি কেউ কিছু করে, সেটা নিজ দায়-দায়িত্বে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে করবে।’
প্রতিবেশি দেশগুলোর প্রতি কোনো নেতিবাচক অভিপ্রায় নেই বলে জানান রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার সবাইকে পুতিনের পক্ষে সমর্থন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘বিভক্তি নয়, এখন বরং ঐক্যবদ্ধ হওয়ার সময়। সবাই এক হয়ে আমাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়ান।’
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...