Read Time:57 Second

শা ম সু ল আ রি ফী ন বা ব লু
সূর্যোদয়ের সাথে ঘুম থেকে উঠে প্রথম যাকে মনে পড়ে, সে তুমি;
অলস দুপুরের অবসরে বসে ভাবতে ভালো লাগে যে কথা, সে তুমি;
পড়ন্ত বিকেলের সোনালী আভায় উঁকি মারে যে স্মৃতি, সে তুমি;
কর্মহীন বিরহ সন্ধ্যায় একাকি গৃহকোনে বসে ভাবতে ভালো লাগে যে মুর্ত প্রতীক, সে তো তুমি;
সুপ্ত রাত্রির তিমির স্তব্দ প্রহরে ঘুম ভেঙ্গে মনে পড়ে যে প্রসঙ্গ, সে তো তুমিই।

আমার সত্ত্বায় ঘিরে আছ শুধু তুমি।।

তোমাকে নিয়ে রচনা করব আগামীর কাব‍্য;
তৈরি করব অনাগত জীবনের স্বপ্নের সেতু।
যেখানে কেউ থাকবেনা,
থাকব শুধু তুমি আর আমি।।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক‍্যালিফর্নিয়া স্টেট আ.লীগের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস পালন
Next post বিশ্বজিত সাহা অসাধ্য সাধন করেছেন: শিক্ষামন্ত্রী দিপু মনি
Close