Read Time:2 Minute, 21 Second

ঢাকাস্থ সৌদি দূতাবাস গত সপ্তাহে মোট ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যু করেছে দেশটির দূতাবাস। ওই দিন ইস্যুকৃত ভিসার সংখ্যা ছিল ১২ হাজার ৩০০টি।

বুধবার (২ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

রাষ্ট্রদূত বলেন, গত সপ্তাহে সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। আর এক দিনে গত ২৪ ফেব্রুয়ারি ১২ হাজার ৩০০ ভিসা দেওয়া হয়েছে। এটি একটি রেকর্ড। প্রতিদিন আমরা গড়ে ছয় হাজারের মতো করে ভিসা প্রদান করছি।

গত ৫ বছরে সৌদি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলেও জানান রাষ্ট্রদূত দাহিলান।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, করোনাকালে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরব গেছেন। গত বছর দেশটিতে গেছে ১ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন কর্মী। এর আগের বছর ২০২০ সালে দেশটিতে যান ১ লাখ ৬১ হাজার ৭২৬ কর্মী। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৫৫ হাজার ৭০৮ জন কর্মী গিয়েছেন। বর্তমানে দেশটিতে প্রায় ২৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, করোনার কারণে ভিসা ইস্যুর পরিমাণ কমে যায়। এখন আবার ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে। আমরা এখন দক্ষ শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছি।

করোনা পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার এখনো হজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান রাষ্ট্রদূত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যাকে ইউক্রেনের ক্ষমতায় বসাতে চায় রাশিয়া
Next post রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা বৈঠক রোববার
Close