Read Time:1 Minute, 48 Second

পূর্ব ইউক্রেনে গত ৪৮ ঘণ্টা ধরে গোলাবর্ষণ ও আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর সেই আগ্রাসন ন্যায্যাতা দিতে মিথ্যা প্রচারণার অপ্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যা ঘটেছে; এসব নিয়ে রাশিয়া মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের সেই মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে।

ইউক্রেনের ডনবাস অঞ্চলে ইউক্রেন সামরিক বাহিনী এবং রুশ সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে কথা বলার সময়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ডনবাসের ঘটনা ‘খুবই উদ্বেগজনক’। সতর্ক করে দিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি বিপদজ্জনক মনে হচ্ছে।

এদিকে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কায় চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত থেকে এই মহড়া পরিদর্শন করবেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মুখ সেলাই করছেন মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীরা
Next post বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা
Close