Read Time:2 Minute, 18 Second

বিশ্বের অন্যতম পরাশক্তি শক্তিশালী রাশিয়ার আক্রমণের প্রহর গুনছে ইউক্রেন। এমন অবস্থায় প্রতিরক্ষার জন্য মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছে অস্ত্র চেয়েছে কিয়েভ।

কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবকের কাছে এই সহযোগিতা আহ্বান করেন।

যুক্তরাষ্ট্র এবং জার্মানির সহযোগিতার প্রাপ্তি স্বীকার করে ক্লিটসকো বলেন, এই মুহূর্তে এটা খুব প্রয়োজন।

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিটালি ক্লিটসকো বলেন, যে আগ্রাসী শক্তি ইউক্রেনে হামলা করতে চায়, তাদেরকে কষ্টদায়ক মূল্য পরিশোধ করতে হবে। যুদ্ধের জন্য আমরা প্রস্তুত।

গত সপ্তাহে জার্মানি সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সহায়তা হিসেবে ৫ হাজার হেলমেট পাঠানোর ঘোষণা দেয়। জার্মান সরকারের এমন ঘোষণার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো— বার্লিনের এমন সহায়তাকে রসিকতা বলে অভিহিত করেন। কিয়েভের মেয়র বলেন, জার্মান সরকারের এমন রসিকতায় বাকরুদ্ধ তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র শুক্রবার হেলমেট সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ প্রদান করে বলেন, শুধুমাত্র এসব দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না।

এদিকে ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুধুমাত্র গত বছরই কিয়েভকে ৬৫০ মিলিয়ন ডলার সমমূল্যের প্রাণঘাতী প্রতিরক্ষা সামরিক দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা
Next post বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Close