Read Time:1 Minute, 41 Second

পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের এ দেশটির বাংলাদেশে দূতাবাস না থাকায় ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা ইস্যু করার জন্য আগামী মার্চে ঢাকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এতে বলা হয়, প্রতিনিধিদলটি বাংলাদেশে তিন মাস অবস্থান করবে এবং এ সময়ের মধ্যে তারা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন পেয়েছে দেশটি। ঢাকায় রোমানিয়ার দূতাবাস না থাকায় নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হতো।

গত অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব করেন। দেশটি সেই প্রস্তাব গ্রহণ করে এবং এই প্রথম কোনো দেশে প্রতিনিধিদল পাঠিয়ে ভিসা ইস্যু কার্যক্রম পরিচালনা করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচন সুষ্ঠু না হলে বিনিয়োগ নিয়ে নতুন করে ভাববে যুক্তরাজ্য: হাইকমিশনার
Next post সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
Close