Read Time:1 Minute, 54 Second

ইংল্যান্ডে আগত করোনা টিকার উভয় ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাতিল করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যের বড় বড় এয়ারলাইন্সের প্রধান নির্বাহীরা সরকারকে অনুরোধ করে আসছিল দেশটির করোনা নিষেধাজ্ঞা শিথল করার জন্য। এর পর পরই এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

এর আগে বুধবার ১৯ জানুয়ারি করোনাকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। পাশাপাশি তুলে নেয়া হয় বাড়িতে বসে কাজ করার নির্দেশনাও। সে সময় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৬০ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ ব্রিটিশকে বুস্টার ডোজ দেওয়ায় করোনা বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করছে সরকার।

এদিকে গত সোমবার (১৭ জানুয়ারি) আশার বাণী শোনান যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে। মার্কিন এই শীর্ষ রোগ বিশেষজ্ঞ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পুরনো ই-মেইলে খুঁজে পেলেন ২৬ কোটি টাকা
Next post ‘রাশিয়া-বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ’
Close