Read Time:1 Minute, 50 Second

বিনা অনুমতিতে বিদেশি অভিবাসীদের প্রত্যাবর্তনের জন্য পুনর্নির্মাণ কর্মসূচি রিক্যালিবেসি (পাটি) জুন ২০২২ পর্যন্ত বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার।

দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ডিসেম্বর ২০২১-এ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। প্রোগ্রামটি ২০২০ সালের ডিসেম্বর থেকে বাস্তবায়িত হওয়ার পর থেকে, ২১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মোট ১ লাখ ৯২ হাজার ২৮১ জন অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে আসার জন্য নিবন্ধিত হয়েছে।

যেখানে তিনটি দেশ সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করেছে, ইন্দোনেশিয়া (৯৯,০৪৭), বাংলাদেশ (২৬,৬২১) এবং ভারত (২৩,৮৪৪) এই সংখ্যার মধ্যে, মোট ১ লাখ ৬২ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা ফেরার অপেক্ষায় রয়েছেন সেই সমস্ত অবৈধ অভিবাসীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রোগ্রাম কাউন্টারে আসতে এবং বিমানবন্দর বা জেটি টার্মিনালে যানজট এড়াতে খুব তাড়াতাড়ি না আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২০২২ সালে ৪ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা
Next post খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করা আষাঢ়ে গল্পের মতো: কাদের
Close