Read Time:1 Minute, 40 Second

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে জাফর আহমেদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে। তিনি ছিলেন একজন পাইকারি ব্যবসায়ী। আর আমিনুল ইসলামের বাড়ি ঢাকায়। তিনি জাফর আহমেদের দোকানের কর্মচারী ছিলেন।

জাফর আহমেদের খালাতো ভাই শাহাজাদ হোসেন বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মালপত্র নিয়ে দোকানে ফিরছিলেন আমিনুল ইসলাম ও জাফর আহমেদ। কিন্তু এ সময় তাদের বহনকারী গাড়িচালক জর্জ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারান।

ফলে গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে জাফর আহমেদ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে একটি ব্যবসা চালু করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: লিয়ার লেভিন
Next post ব্রুনাইয়ে ময়লা আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করল বাংলাদেশি যুবক
Close