বিশ্বজুড়ে বর্তমানে ৪৮৮ জন গণমাধ্যমকর্মী বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন। আর, ২০২১ সালে নিহত হয়েছেন ৪৬ জন সংবাদকর্মী। ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।
সারা বিশ্বে গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার-হত্যার ঘটনা নিয়ে বার্ষিক প্রতিবেদন দিয়ে আসছে আরএসএফ। প্রতিষ্ঠানটি বলছে—প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সংবাদকর্মী কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে আরএসএফ।
তবে আরএসএফ বলছে—সবচেয়ে কম সংবাদকর্মী নিহত হয়েছেন এ বছর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনা কমেছে বলে জানিয়েছে তারা।
আরএসএফ আরও বলেছে, গত কয়েক বছরে সাংবাদিক আটক বা গ্রেপ্তারের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। এর মধ্যে মিয়ানমার, বেলারুশে ও হংকংয়ে এমন ধরপাকড়ের ঘটনা বেড়েছে।
এ ছাড়া আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, নারী সাংবাদিক আটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন, যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।
আরএসএফের তথ্য অনুযায়ী, চীনেসবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সে দেশে ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এত বেশি সাংবাদিক গ্রেপ্তার হওয়ার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে—দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগ।
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। সে দেশে ৫৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এর পর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) এবং সৌদি আরব (৩১)।
এ ছাড়া আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সামগ্রিক পটপরিবর্তনের ফলশ্রুতিতে সহিংসতা কমতে থাকায় ২০১৬ সালের পর থেকে এসব দেশে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমছে।
আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ জন সাংবাদিকের মধ্যে অনেককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে।
এ ছাড়া আরএসএফ বলছে—চলতি বছর সারা বিশ্বে ৬৫ জন সংবাদকর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ৬৪ জনই অপহৃত হয়েছেন মধ্যপ্রাচ্যের তিন দেশ—সিরিয়া (৪৪), ইরাক (১১) এবং ইয়েমেনে (৯)। এ ছাড়া অপহৃত হয়ে এপ্রিল থেকে মালিতে বন্দি রয়েছেন একজন ফরাসি সাংবাদিক।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
