বিশ্বজুড়ে বর্তমানে ৪৮৮ জন গণমাধ্যমকর্মী বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন। আর, ২০২১ সালে নিহত হয়েছেন ৪৬ জন সংবাদকর্মী। ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।
সারা বিশ্বে গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার-হত্যার ঘটনা নিয়ে বার্ষিক প্রতিবেদন দিয়ে আসছে আরএসএফ। প্রতিষ্ঠানটি বলছে—প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সংবাদকর্মী কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে আরএসএফ।
তবে আরএসএফ বলছে—সবচেয়ে কম সংবাদকর্মী নিহত হয়েছেন এ বছর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনা কমেছে বলে জানিয়েছে তারা।
আরএসএফ আরও বলেছে, গত কয়েক বছরে সাংবাদিক আটক বা গ্রেপ্তারের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। এর মধ্যে মিয়ানমার, বেলারুশে ও হংকংয়ে এমন ধরপাকড়ের ঘটনা বেড়েছে।
এ ছাড়া আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, নারী সাংবাদিক আটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন, যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।
আরএসএফের তথ্য অনুযায়ী, চীনেসবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সে দেশে ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এত বেশি সাংবাদিক গ্রেপ্তার হওয়ার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে—দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগ।
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। সে দেশে ৫৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এর পর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) এবং সৌদি আরব (৩১)।
এ ছাড়া আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সামগ্রিক পটপরিবর্তনের ফলশ্রুতিতে সহিংসতা কমতে থাকায় ২০১৬ সালের পর থেকে এসব দেশে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমছে।
আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ জন সাংবাদিকের মধ্যে অনেককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে।
এ ছাড়া আরএসএফ বলছে—চলতি বছর সারা বিশ্বে ৬৫ জন সংবাদকর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ৬৪ জনই অপহৃত হয়েছেন মধ্যপ্রাচ্যের তিন দেশ—সিরিয়া (৪৪), ইরাক (১১) এবং ইয়েমেনে (৯)। এ ছাড়া অপহৃত হয়ে এপ্রিল থেকে মালিতে বন্দি রয়েছেন একজন ফরাসি সাংবাদিক।
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...