Read Time:1 Minute, 51 Second

বছরপ্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে কতজন নিহত হয়েছেন, এ সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১২ ডিসেম্বর) রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেন।

জয়ের পোস্টে দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৩ সালে পুলিশের গুলিতে ১১০৬ জন। ২০১৪ সালে নিহত হয়েছেন ১০৫০ জন, ২০১৫ সালে ১১০৩ জন, ২০১৬ সালে পুলিশের গুলিতে ১০৭১ জন, ২০১৭ সালে ১০৯৫ জন, ২০১৮ সালে পুলিশের গুলিতে সর্বোচ্চ ১১৪৩ জন এবং ২০১৯ সালে ১০৯৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ১১০০ মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর শুক্রবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি করে। এ ঘটনার দুই দিনের মাথায় সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এ তথ্য দিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ আয়োজন
Next post তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি
Close