Read Time:1 Minute, 54 Second

এবার ভূমধ্যসাগরের পাড়ের অপার সৌন্দর্য্যের দেশ সাইপ্রাসের পাপসে অনুষ্ঠিত আন্তর্জাতিক লজিকম দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন জার্মানির মিউনিখে বসবারত বাংলাদেশি শিব শংকর পাল। সবমিলিয়ে এখন পর্যন্ত ১১৪টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন ৫৭ বছর বয়সী এই দৌড়বিদ।

বিশ্বের অনেক দেশের প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগীদের সাথে বাংলাদেশের পতাকা হাতে দৌড়েছেন ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল। ৪২. ১৯৫ কি.মি. পথের এই দৌড় শেষ করতে শিব শংকর সময় নেন ৩ ঘণ্টা ৪৭ মিনিট। ছোট এই দেশটির ঐতিহ্যবাহী এই ম্যারাথনটি পাপস শহরেরে দর্শনীয় স্থান কৌকিলার পেট্রা টৌ থেকে শুরু হয়ে ভূমধ্যসাগরের কোল ঘেষে শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে পাপসের ক্যাসল বা দূর্গে এসে শেষ হয়।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বাতাসের মধ্যেও আন্তর্জাতিক এই ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দৌড়ানো সবসময়ই গর্বের বলে জানান ক্রীড়াবিদ, সমাজসেবক ও সংগঠক শিব শংকর পাল। এখানে তাঁকে অনুপ্রেরণা আর সাহস যোগাতে আসেন তাঁর স্ত্রী শিখা শংকর পাল। তিনি জানান, স্বামীর এই অদম্য আগ্রহ তিনি সব সময় উপভোগ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রক্তক্ষরণ হচ্ছে খালেদা জিয়ার
Next post মালয়েশিয়ায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন
Close