Read Time:3 Minute, 22 Second

কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র (বিকাশ/ BCAS) ২০২২-২০২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার।

গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনাররা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।

এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দেয়। ১৬ নভেম্বর নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছে। আর তাই প্রকাশিত প্রার্থীরাই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করা হয়।

বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক, ভাইস-প্রেসিডেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মো. আরিফ হাসান, ভাইস-প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স ) হ্যাপি রানী দেব, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) জামাল উদ্দিন, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার, সেক্রেটারি (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) প্রিটেন বড়ুয়া, সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন এক্টিভিটিজ) রাজিয়া সুলতানা ও সেক্রেটারি (ওমেন্স অ্যাফেয়ার্স ) শামসুন নাহার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন; নূর ভূঁইয়া আহ্বায়ক, সদস্য সচিব টুটুল
Next post ইসরাইলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা নিতে হবে : রাবাব ফাতিমা
Close