কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র (বিকাশ/ BCAS) ২০২২-২০২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার।
গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনাররা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।
এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দেয়। ১৬ নভেম্বর নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছে। আর তাই প্রকাশিত প্রার্থীরাই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করা হয়।
বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক, ভাইস-প্রেসিডেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মো. আরিফ হাসান, ভাইস-প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স ) হ্যাপি রানী দেব, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) জামাল উদ্দিন, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার, সেক্রেটারি (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) প্রিটেন বড়ুয়া, সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন এক্টিভিটিজ) রাজিয়া সুলতানা ও সেক্রেটারি (ওমেন্স অ্যাফেয়ার্স ) শামসুন নাহার।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
