কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র (বিকাশ/ BCAS) ২০২২-২০২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার।
গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনাররা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।
এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দেয়। ১৬ নভেম্বর নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছে। আর তাই প্রকাশিত প্রার্থীরাই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করা হয়।
বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক, ভাইস-প্রেসিডেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মো. আরিফ হাসান, ভাইস-প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স ) হ্যাপি রানী দেব, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) জামাল উদ্দিন, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার, সেক্রেটারি (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) প্রিটেন বড়ুয়া, সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন এক্টিভিটিজ) রাজিয়া সুলতানা ও সেক্রেটারি (ওমেন্স অ্যাফেয়ার্স ) শামসুন নাহার।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...