বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কে বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আলোকে ২০ নভেম্বর সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, ‘এরশাদের মত স্বৈরাচারও ক্ষমতায় টিকতে পারেনি। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে সংশ্লিষ্টদের শিক্ষা নেয়া দরকার।’
সংগঠনের সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় এ মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন এবং সৈয়দ এম রেজা, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা মার্শাল মুরাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান এবং ওয়াহেদ আলী মন্ডল প্রমুখ।
এর আগের দিন সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদে। হোস্ট সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ মাহফিল পরিচালনা করেন ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুস সাদিক।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন নাশীর, সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার সহ সম্পাদক মো: সোহরাব হোসেন।
দোয়া মাহফিলে আরও ছিলেন অ্যাডভোকেট রেজবুল কবির, জিয়াউল হক মিশন, তরিকুল ইসলাম প্রিন্স, হাফিজুর রহমান চৌধুরী রবিনস, মো: কামাল হোসেন, জাহাংগির সোহরাওয়ার্দী, নুরে আলম, রইছ উদ্দিন, মো: মিজানুর রহমান, মো: হুমায়ুন কবির, মো: সুলতান ভূঁইয়া, সালেহ আহম্মেদ মানিক, মাযহারুল ইসলাম মিরন, মনির হোসেন, মনিরুল ইসলাম মনির, মির্জা আজম, রিমন ইসলাম, মো: আলী হাসান, আব্দুল হাকিম, আজগর বালী প্রমুখ।
গত শুক্রবার নিউইয়র্ক সিটির ৬টি মসজিদে জুমআর নামাজের পর বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদের উদ্যোগে। মাহফিলে অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লির মধ্যে তোবারকও বিতরণ করা হয়েছে।
More Stories
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...